1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে আটক যুবকের লাশ উদ্ধার বাড়ির মালিক পলাতক - dailynewsbangla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ

বোয়ালমারীতে আটক যুবকের লাশ উদ্ধার বাড়ির মালিক পলাতক

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

বোয়ালমারীতে আটক যুবকের লাশ উদ্ধার বাড়ির মালিক পলাতক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের বাবু শেখ (১৯) নামের এক যুবককের গলায় ফাস দেওয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। থানা পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্প্রতিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাবু শেখ খরসূতি গ্রামের মো. মিজানুর শেখের ছেলে। ঘটনার পর বাড়ির মালিক পলাতক রয়েছে। বাবু শেখের চাচী জোসনা বেগম (৩৫) ও দাদা নইমুদ্দিন শেখ (৭৫) জানান, গত ১ মাস আগে বাবু শেখ একই গ্রামের জাফর শেখের নছিমনের ভ্যাটারি চুরি করে। সেই সূত্র গত মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে জাফর শেখের বাড়ির পাশ দিয়ে আসার সময় বাবু শেখকে ডেকে নিয়ে ঘরে আটকিয়ে রাখে। তার বাড়ির লোকজন তাকে আনতে গেলে জাফর শেখ তাকে না দিয়ে ফিরিয়ে দিয়ে বাবুকে আটকিয়ে রাখে। পরের দিন বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে জাফর শেখ বাবুর চাচী জোসনা বেগমকে ফোন করে বলে বাবু গলায় ফাস নিয়েছে। প্রতিবেশি শিপ্লী বেগম (৩৫) বাবুকে জাফর শেখের সোয়ার ঘরের তালের ডাসার সাথে গলায় লাইলনের রশি দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজনের সহায়তায় বোয়ালমারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশটি বৃহস্প্রতিবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাশার বলেন, লাশ উদ্ধার করে বৃহস্প্রতিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যির কারন জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ