1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
মহাদেবপুরে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার - dailynewsbangla
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ নিখোঁজ মৎস্যজীবীর লাশ ৩ কিলোমিটার ভাটিতে ভেসে উঠলো  দৌলতপুর সীমান্তে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস পালিত

মহাদেবপুরে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
মহাদেবপুরে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার
মোহাম্মদ আককাস আলী : ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ নওগাঁর মহাদেবপুরে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মুসলিমপুর গ্রামের মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৩) ও একই জেলার গোমস্তাপুর থানার মানিরুলের ছেলে মনোয়ার হোসেন(২৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৫ আগস্ট রাত অনুমান সাড়ে ১২ টার দিকে মহাদেবপুর-পোরশা আঞ্চলিক সড়কের বিশ্বনাতপুর মোড় নামক স্থানে রাস্তায় বেরিবেড দিয়ে যানবাহনে থাকা যাত্রী ও ড্রাইভারদের মারপিট করে নগদ টাকা পয়সা এবং ৬টি মোবাইল ফোন ছিনতাই করে। উক্ত ঘটনায় মহাদেবপুর থানার বনগ্রাম গ্রামের মৃত বুদ্দেশ্বরের ছেলে মিলন উড়াও বাদী হয়ে এজাহার দায়ের করার পর পরই জড়িতদের সনাক্ত করণ, আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার, দস্যুতার কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর হয়। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের আটকের জন্য নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের হেফাজত হতে লুটকৃত ৩টি মোবাইল ফোনসহ তাদের কাছে থেকে একটি বড় হাসুয়া ও চাপদা উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় বাকি আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ