বোয়ালমারীতে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক
বেয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ৫ জন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ডাকাতদের বুধবার (৩০ আগস্) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উপপরিদর্শক মামুন ইসলাম বাদী হয়ে ৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরবনমালিপুর গ্রামের লায়েক মোল্যার মেহগুনি বাগানের ভেতর মঙ্গলবার দিন গত রাত ২টায় ডাকাতি করার উদ্দেশ্যে ১২-১৩ জন ডাকাত জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাদের ডাকাতি প্রস্ততির সময় ৫ জন ডাকাতকে আটক করা হয়। বাকিরা টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা হলো; গাইবান্ধা জেলার দক্ষিন গিদারি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে মো. জাকির হোসেন (৪৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মো. মালেকের ছেলে পিকুল শেখ, মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার গ্রামের আশরাফুজ্জামান ইলিয়াস জোয়াদ্দারের ছেলে এরশাদুজ্জামান ইমন (৪১), একই গ্রামের মুক্তার শেখের ছেলে মো. সবুজ (৩৮), জাহাপুর ইউনিয়নের জফরাকান্দী গ্রামে মৃত হাসেম শেখের ছেলে মো. আনোয়ার শেখ (৫০)।
মামলার বাদী উপপরিদর্শক মামুন ইসলাম জানান, রাতে ডাকাতি করার প্রস্তুতির সময়ে গোপন সংবাদ পেয়ে কৌশলে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করি। এসময় তাদের কাছে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ও একটি এ্যাঙ্গেল রড উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, রাতে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে ডাকাতি প্রস্তুতিকালে আটক করা হয়। এদের তিন জনের বাড়ি মধুখালী থানায়, অপর দু জনের বাড়ি গাইবান্ধা ও মাগুরা জেলায়। বুধবার ডাকাতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।