1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কয়েক দিনের টানা বর্ষণে বরেন্দ্র অঞ্চলে সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা - dailynewsbangla
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

কয়েক দিনের টানা বর্ষণে বরেন্দ্র অঞ্চলে সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
কয়েক দিনের টানা বর্ষণে বরেন্দ্র অঞ্চলে সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা
মোহাম্মদ আককাস আলী  : 
কয়েক দিনের টানা বর্ষণে বরেন্দ্র অঞ্চলে সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন চাষিরা। এ’অঞ্চলের চাষিরা আর্থিকভাবে লাভবান ও স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় চলতি মৌসুমে অধিকাংশ আগাম শীতকালীন সবজি চাষ করেছেন। এ সব সবজির মধ্যে রয়েছে মূলা, পাতাকপি, ফুলকপি, শীম, লাউ, টমেটো, বেগুন, কাঁচা মরিচ, বরবটি, লালশাক ও পালংশাক অন্যতম।
সবজি চাষীরা হামিদ,রহিম,মাবুদ জানায়, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে বিভিন্ন পলিভূমিতে থাকা আগাম সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।’ এ’অঞ্চলে সবজি চাষের উল্লেখ যোগ্য স্থানগুলো হলো নওগাঁ সদরের কীর্তিপুর,আতিতা,মললিকপুর,মহাদেবপুরের আলিপুর,ঈশ্বরপুর,মহেষপুর,পত্নীলার পাটিচরা, কাশিপুর, চাঁদপুর, ফহিমপুর, উজিরপুর, ইছাপুর-আজমতপুর, মামুদপুর, কাঁটাবাড়িসহ আত্রাই নদীর উভয়পাশে ব্যাপক শীতকালীন সবজির চাষ হয়ে থাকে। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টির কারণে নেতিয়ে পড়েছে সবজির চারা এবং কোন কোন সবজির ইতোমধ্যে পচন শুরু হয়েছে। এতে চাষীরা আশঙ্কা করছেন। কৃষি অধিদপ্তর ওইসব সবজি চাষিদের পাশে থেকে বি়ভিন্ন পরামর্শ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ