ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু  কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আর কি দখল মুক্ত হবে? বোয়ালমারী চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে আমন ধানসহ শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি  দৌলতপুরে সুদের টাকার বিরোধে শতাধিক মানুষ গ্রামছাড়া – পুলিশের পুনর্বাসন উদ্যোগ স্থানীয়দের বাধায় ব্যর্থ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ছাত্রদল। এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় তারা পরীক্ষার উপকরণ, বিশুদ্ধ পানির বোতল এবং জরুরি চিকিৎসাসেবা দিতে হেল্প ডেস্ক চালু করেছে। এছাড়া পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্য ছিল বিশ্রামের ব্যবস্থা ও ঠান্ডা পানির আয়োজন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সার্বিক কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় এবং সদস্য সচিব আবু সায়েদ।
সকাল থেকেই পরীক্ষার্থীদের হাতে কলম, পেনসিল, স্কেল ও বোর্ড তুলে দিতে দেখা যায় ছাত্রদলের স্বেচ্ছাসেবীদের। প্রচণ্ড গরমে ক্লান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে হেল্প ডেস্কে রাখা হয় পানির ব্যবস্থা। পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষার্থী রিয়া আক্তার বলেন, “সকালেই বোর্ড ভুলে বাসায় রেখে এসেছিলাম। খুব দুশ্চিন্তায় পড়ে যাই। হেল্প ডেস্ক থেকে উপকরণ পেয়েছি। ছাত্রদলের এই সহযোগিতা আমাকে সাহস জুগিয়েছে।”
অভিভাবক সালেহা বেগম বলেন, “আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। এমন গরমে বাইরে বসে থাকা কঠিন। ছাত্রদলের ছেলেরা আমাদের জন্য পানি ও বসার ব্যবস্থা করেছে ভীষণ ভালো লাগছে। ছাত্ররাজনীতি এমন মানবিক হলে সমাজ উপকৃত হবে।”
এই মানবিক আয়োজন প্রশংসা কুড়িয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে। তারা বলছেন, রাজনীতির ইতিবাচক দিককে সামনে এনেছে ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ বলেন, “পরীক্ষার দিনগুলো শিক্ষার্থীদের জন্য খুব চাপে কাটে। আর অভিভাবকরাও দুশ্চিন্তায় থাকেন। আমরা চাই, আমাদের ছোট সহায়তা যেন তাদের মুখে হাসি ফোটায়। মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির আসল অর্থ।”
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় বলেন, “জিয়াউর রহমানের ‘রাজনীতি মানুষের কল্যাণে’এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল আজ মানবিক ছাত্ররাজনীতির রূপ নিয়েছে। আজ সমির উদ্দীন কলেজ কেন্দ্রে কার্যক্রম শুরু করলাম। পর্যায়ক্রমে উপজেলার চারটি কেন্দ্রে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের কারণে নানা প্রতিবন্ধকতা ছিল। তারপরও আমরা কাজ করে গেছি। ছাত্রদল সব সময় ছাত্রদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ্।
এসময় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ

আপডেট টাইম : ০৮:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ছাত্রদল। এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় তারা পরীক্ষার উপকরণ, বিশুদ্ধ পানির বোতল এবং জরুরি চিকিৎসাসেবা দিতে হেল্প ডেস্ক চালু করেছে। এছাড়া পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্য ছিল বিশ্রামের ব্যবস্থা ও ঠান্ডা পানির আয়োজন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সার্বিক কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় এবং সদস্য সচিব আবু সায়েদ।
সকাল থেকেই পরীক্ষার্থীদের হাতে কলম, পেনসিল, স্কেল ও বোর্ড তুলে দিতে দেখা যায় ছাত্রদলের স্বেচ্ছাসেবীদের। প্রচণ্ড গরমে ক্লান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে হেল্প ডেস্কে রাখা হয় পানির ব্যবস্থা। পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষার্থী রিয়া আক্তার বলেন, “সকালেই বোর্ড ভুলে বাসায় রেখে এসেছিলাম। খুব দুশ্চিন্তায় পড়ে যাই। হেল্প ডেস্ক থেকে উপকরণ পেয়েছি। ছাত্রদলের এই সহযোগিতা আমাকে সাহস জুগিয়েছে।”
অভিভাবক সালেহা বেগম বলেন, “আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। এমন গরমে বাইরে বসে থাকা কঠিন। ছাত্রদলের ছেলেরা আমাদের জন্য পানি ও বসার ব্যবস্থা করেছে ভীষণ ভালো লাগছে। ছাত্ররাজনীতি এমন মানবিক হলে সমাজ উপকৃত হবে।”
এই মানবিক আয়োজন প্রশংসা কুড়িয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে। তারা বলছেন, রাজনীতির ইতিবাচক দিককে সামনে এনেছে ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ বলেন, “পরীক্ষার দিনগুলো শিক্ষার্থীদের জন্য খুব চাপে কাটে। আর অভিভাবকরাও দুশ্চিন্তায় থাকেন। আমরা চাই, আমাদের ছোট সহায়তা যেন তাদের মুখে হাসি ফোটায়। মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির আসল অর্থ।”
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় বলেন, “জিয়াউর রহমানের ‘রাজনীতি মানুষের কল্যাণে’এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল আজ মানবিক ছাত্ররাজনীতির রূপ নিয়েছে। আজ সমির উদ্দীন কলেজ কেন্দ্রে কার্যক্রম শুরু করলাম। পর্যায়ক্রমে উপজেলার চারটি কেন্দ্রে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের কারণে নানা প্রতিবন্ধকতা ছিল। তারপরও আমরা কাজ করে গেছি। ছাত্রদল সব সময় ছাত্রদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ্।
এসময় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।