মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স হল রুমে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে বঙ্গোপসাগড়ে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ হামুন ’ মোকাবেলায় প্রস্তিুতি মূলক সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ওয়াশিউজ্জামান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, পল্লী বিদ্যাুৎ দশমিনা শাখা এজিএম মোঃ আবুল কালাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দশমিনা শাখার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, সংবাদকর্মী,সিপিপি সদস্য সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিভিন্ন সামাজিক সেবা সংগঠনের প্রতিনিধি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় অবহিত করেন ঘূর্ণিঝড় ‘ হামুন ’ মোকাবেলায় জনগনের নিরাপত্তা ও জান মালের হেফাজতে ৬৯ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে। দশমিনা পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে ঝুকিপূর্ন এলাকায় অবস্থান করার জন্য বিশেষ নির্দেশ প্রদান করা হয়।