1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় মোবাইল করে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে জখম - dailynewsbangla
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে ইউপি কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব এসিল্যান্ড লাঞ্ছিত লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা  লালপুরে বিএডিসির ‘পানাসি’ সেচ উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে অনিয়ম রাজশাহীতে চুরির এক মাস পর নাটকীয় মামলা, মুক্তি পেতে সংবাদ সম্মেলন    কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক বোয়ালমারীর একতারা দোতারা যাচ্ছে লালনের মাজারসহ বিভিন্ন জেলায় ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার পবিত্র হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে–জেলা প্রশাসক লালপুরে খাস পুকুর ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

দশমিনায় মোবাইল করে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে জখম

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

দশমিনায় মোবাইল করে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে জখম

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনায় শুক্রবার সন্ধ্যায় মোবাইল করে ডেকেনিয়ে আনছার (৩৫) নামের এক যুবককে কোপিয়ে জখমের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ইসলামিয়া ফাজিল মাদ্রসার রাস্তায় মোবাইল করে আনছারকে ডেকে নেয় একই গ্রামের সেলিম মৃধার ছেলে পলু। আনছার পলুর কথা মতো ওই রাস্তায় গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা পলু সহ ৭-৮ জন আনছারের উপর দেশীয় অ¯্রদিয়ে আক্রম করে। আনছার প্রান বাঁচাতে দৌড় দিলে রাস্তার উভয় পাশ দিয়ে আক্রমন করে এবং আনছারের হাতে, পায়ে, গলায় ও মাথায় কোপায়। আনছার ডাকচিৎকার করলে এলাকার লোক জন দৌড়ে আসছে পলু ও তার লোক জন পালিয়ে যায়। এলাকার লোক জন আনছরকে দশমিনা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসে । বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রাহুল বিন হালিমের চিকিৎসাধীন আছে।
আহত আনছার বলেন, পলু এলাকায় মাদকের ব্যবসা করে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। গত কয়েকদিন আগে পলু একটি গাজার চালান নিয়ে দশমিনা লঞ্চে আসে। তখোন দশমিনা থানা পুলিশ সার্চ করে না পেয়ে ওই থেকে পলু আমার প্রতি ক্ষোভ প্রকাশ করে আসছে। আজ( ২৭ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় আমাকে মোবাইল করে বলে যা ভুল হয়েছে আয় মিট করে ফেলি। আমি ওই স্থানে গেলে পলু, আনোয়ার, তুয়েল, জাফর সহ ৭-৮ জন আমার উপর আক্রমন করে এবং আমার শরীরের বিভিন্ন স্থানে কোপায়। আমি অজ্ঞান হয়ে পরি । আমার জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে। আমি আইনের আশ্রয় নিবো।
আনছারের স্ত্রী মোসাঃ শিল্পী বলেন, পলু আকজন মাদক ব্যবসায়ী । পলুকে মাদক সহ একবার ধরিয়েছিলে,া তাই পলু বারবার আমার স্বামীরকে মারার চেস্টা করে। আজ সন্ধ্যায় মোবাইল করে ডেকে নিয়ে কোপাইছে। আমি এর সঠিক বিচার চাই।
স্থানীয় বাসিন্দা হাাবিবুর রহমান জোমাদ্দার,ওয়াহিদুজ্জামান বলেন, পলু এলাকায় অনেক পূর্ব থেকে মাদক বেঁচা-কেনা করে। মাদকের একাধিক মামলা আছে। আনছারের সাথে পূর্ব থেকে একটি ভুল বোজাবুজি ছিলো । আজ সন্ধ্যায় শুনলাম পলু সহ ৭-৮ জন আনছরকে ডেকেনিয়ে কোপিয়েছে। একজন মাদক ব্যবসায়ী এ ভাবে একজন নীরিহ লোককে কোপাইবে তার সঠিক বিচার হওয়া দরকার।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষটি শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ