নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ ই নভেম্বর সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে নাগরপুরের ব্যারিস্টার বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিঃ এর পরিচালক এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সদস্য মোঃ রাজিউল ইসলাম (লেবু) এর সঞ্চালনায় এ উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভাটি।
এ আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, ” নাগরপুরে জন্ম এমন যেকোনো নাগরপুরের সন্তানকে নৌকা প্রতিকের মনোনয়ন দিন”।
নাগরপুরের সন্তানকে এমপি হিসেবে দেখতে, প্রয়োজনে আমরা গণভবনের সামনে গিয়ে আমরণ অন্বেষণ পালন করতে প্রস্তাত। কারন বর্তমান এমপি দ্বারা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ তথা এলাকার তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ সহ প্রকৃত আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয়েছেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক সৈয়দ নাজমুল হক তপন, মহিলা আওয়ামী লীগের নেত্রী রৌশনারা মাসুদা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজ পান্না, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক এ বি এম জহিরুল, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক নাদিম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীর বীর মুক্তিযোদ্ধা, নাগরপুর উপজেলা যুবলীগ, ছাত্র লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নাগরপুরের ১২টি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।