1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আমিরের উপলব্ধি - dailynewsbangla
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও পরিচিতি সভা বোয়ালমারীতে পিস্তল উদ্ধার  ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ  সভা দৌলতপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত রাজশাহীতে নির্মাণাধীন ফ্লাইওভার পিলার ঘিরে করা হয়েছে সিএনজি স্ট্যান্ড লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে অর্থোপেডিক অপারেশন সম্পন্ন ভেড়ামারায় ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আমিরের উপলব্ধি

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আমিরের উপলব্ধি

আমির ,দৌলতপুরঃ আমি বরাবরই বলে থাকি এই জীবন হলো এক উৎকর্ষ। কখন কী যে হয়ে যাবে আগে থেকে বলা ভীষণ কঠিন। এই জীবন এক জুয়া খেলা। আমরা শুধুমাত্র এই খেলার অংশগ্রাহক। এই খেলার নিয়ন্ত্রক হলেন একজন পরমেশ্বর; যিঁনি নিঁপুনভাবে এই খেলাটি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন।

দেখুন, আমি যদি ভাগ্য আর নিয়তি এই দুটো আভিধানিক শব্দের ভাবার্থ খুঁজি তাহলে, ভাগ্য যেটা পরিশ্রম করার মধ্যমে পরিবর্তন করা যায়; অপরদিকে, নিয়তি যেটা সবার জন্যেই নির্ধারিত। ফলত, ভাগ্যকে দোষারোপ না দেয়াই শ্রেয়; অপরপক্ষে, নিয়তিকেও মেনে নিতে হয়। অনেক ক্ষেত্রে, পরিশ্রম করে জীবনের ঋদ্ধিকে পরিবর্তন করা গেলেও এই জীবন নর্মে হেরে যেতে হয়। আর এই হেরে যাবার কারণ হলো অতিরিক্ত দম্ভ, লোভ, হিংসা, অহংকার ও আত্নগৌরব।

আজ, ভারত বনাম অষ্ট্রেলিয়ার ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলাটি পুরোপুরি দেখার পর একটি বিশেষ উপলব্ধি হলো। এই অষ্ট্রেলিয়া দলটি কিন্তু নিসন্দেহে ভারত দলটির কাছে তেমন শক্ত দল নয়। দলটিকে পূর্বের খেলাগুলোতে বেশ কয়েকবার হারতে হয়েছে। বলা যায় ভাগ্যের জেরেই ফাইনালে পৌঁছেছে দলটি। কিন্তু, ভারত এই বিশ্বকাপ আসরের টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি। আমি দ্বিধাহীনভাবে এও মানি এবং সেইসাথে বিশ্বাস করি যে ভারত অন্তত অষ্ট্রেলিয়ার চেয়ে ভালো একটা দল। তবে, বিশ্বকাপটি কিন্তু আজ অষ্ট্রেলিয়ারই দখলে ! হ্যাঁ, বাস্তব আর সত্য এটিই।

তাই ভাবছি যে, ভারতকে একটি ম্যাচও না হেরে চুড়ান্তেই কেন হারতে হলো আর কেনই বা সেদিন ম্যাক্সোয়েল একাই দু’শো রান করেছিল আবার, আজ কেনই বা ট্রাভিস হেড খেলার মোড়টাই ঘুরিয়ে দিল; এসবের কোনোই উত্তর আমার জানা নেই। আসলে, জীবন হলো সাঁপলুডু খেলার মতনই; মাঝেমাঝে জীবন জিতে গিয়েও হেরে যাওয়ার খেলা। আবার, কখনও কখনও হেরে গিয়েও জিতে যাবার খেলা। এখানে শুধু ভাগ্যের জেরেই হয় না, নিয়তিতেও থাকতে হয়। ওইযে বললাম না, জীবন এক উৎকর্ষের নাম

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ