পটুয়াখালী ৩ আসনে দ্ধিতীয় বারের মতো নৌকা প্রতিকে মনোনয়ন পেলেন এসএম শাহজাদা
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১১৩, দশমিনা-গলাচিপা আসনে বাংলাদেশ আওয়ামীলীগ (নৌকা) প্রতিকে মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য এসএম শাহজাদা।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন ১৫ নভেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৭ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। তফসিল ঘোষনা করার পর ক্ষমতাসিল দল বাংলাদেশ আওয়ামীলীগ ১৯ নভেম্বর রোজ রবিবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মনোনয়ন সংগ্রহের শুভ উদ্ধোধন করেন। পটুয়াখালী ১১৩, দশমিনা-গলাচিপা ৩ আসনে মোট ২১ জন মনোনয়ন সংগ্রহ করেন। মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই পূর্বক আজ রবিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন সংগ্রহকারীদের নিয়ে মতবিনিময় শেষে বিকেল ৪ টায় পটুয়াখালী ১১৩, দশমিনা-গলাচিপা ৩ আসনে নৌকা প্রতিকে এসএম শাহাজাদ কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়নে নির্বাচিত করেন নাম ঘোষনা দেয়া হয়।
এসএম শাহজাকে মনোনয়ন দেয়ায় দশমিনা-গলাচিপার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারন সমর্থকদের মধ্যে সিনমাহীন আনন্দ বিরাজ করছে। মিষ্টি বিতরন আর আনন্দ মিছিলে মিছিলে মুখরীত হয় দশমিনা-গলাচিপার অলিগলি রাজপথ।
দশমিনানা উপজেলা তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার উন্নয়নকে সঠিক ভাবে বাস্তবায়নের জন্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যোগ্য ব্যক্তিকে দশমিনা- গলাচিপা আসনে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। দশমিনা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে ধন্যবাদ জানান। দশমিনা- গলাচিপার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সমর্থকগন নৌকা প্রতিকে পূনরায় ভোট দিয়ে এসএম শাহজাদা কে বিপুল ভোটে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসএম শাহজাদা আজকের পত্রিকা প্রতিনিধিকে মুঠো ফোনে জানান, জাতীর জনক কঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছেন আমি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। আমাকে পূনরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সকলের কাছে কৃতজ্ঞ। আমি আমার সর্বেচ্চ দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনগনের পাশে থেকে কাজ করবো।