নওগাঁ-৬ আসনে নির্বাচনী সহিংসতায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ছায়জন কর্মী-সমর্থক আহত
মোহাম্মদ আককাস আলী : নওগাঁ-৬ আসনে নির্বাচনী সহিংসতায় নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীক প্রার্থীর ছায়জন কর্মী-সমর্থক আহত হয়েছে।
আহতদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপর দু’জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরে গেছে।
আহতরা হলেন, রাণীনগর উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন (৫০) ও তার ভাই মাহাবুর হোসেন সুমন (৪৬), রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক (৩১), রবিউল ইসলাম (৩৩), আ’লীগনেতা ফারুক হোসেন (৪৫), কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মন্ডল (৪৭)। এছাড়া নৌকার সমর্থক-কর্মী রাজ (৩৯) ও বাদল হোসেন (৩৫) নামের অপর দুইজনও আহত হয়েছে। বর্তমানে বাদল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান,এখন পর্যন্ত কোন পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। লিখিত ভাবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সকল প্রার্থী ও তাদের সমর্থকসহ সকল মানুষকেই আন্তরিক হওয়ার অনুরোধ করছি। তবেই এই আসনে একটি সুষ্ঠ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।