1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
চাকরি ও সনদ দেবার নামে প্রভাষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ - dailynewsbangla
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে ইউপি কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব এসিল্যান্ড লাঞ্ছিত লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা  লালপুরে বিএডিসির ‘পানাসি’ সেচ উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে অনিয়ম রাজশাহীতে চুরির এক মাস পর নাটকীয় মামলা, মুক্তি পেতে সংবাদ সম্মেলন    কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক বোয়ালমারীর একতারা দোতারা যাচ্ছে লালনের মাজারসহ বিভিন্ন জেলায় ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার পবিত্র হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে–জেলা প্রশাসক লালপুরে খাস পুকুর ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

চাকরি ও সনদ দেবার নামে প্রভাষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

চাকরি ও সনদ দেবার নামে প্রভাষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ

মো. বেল্লাল হোসেন, দশমনিা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় এক মাদ্রসার বাংলা প্রভাষকের বিরুদ্ধে এন,টি,এর,সি সনদ ও চকুরি দেবার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুরা ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক ও উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ হানিফ এর বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।
জানা যায়, বহরমপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক(ইনডেক্স নং- খঊঈই৪৭২৬৫২ ও চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিষ্ঠাতা থাকাকালীন এন,টি,আ,সি সনদ ও চাকুরি দেবার কথা বলে বিভিন্ন লোকদেরে কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে টাকা ফেরৎ পেতে তার বিরুদ্ধে আঃ মান্নান ও ফিরোজ আলম লিগ্যাল নেটিশ ও অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাচ্ছেনা।
আঃ মান্নান বলেন, মোঃ হানিফ প্রভাষক বাংলা দক্ষিন আদমপুর ইসলামীয় দাখিল মাদ্রাসা, ইনডেক্স নং-খঊঈই৪৭২৬৫২ একজন প্রতারক। তিনি এলাকায় একজন প্রতারক ও দালাল নামে চিহ্নিত। এনটিএরসি সনদ, বেসরকারি বিদ্যালয়ে চাকুরির কথা বলে আমার কাছ থেকে ১ লক্ষ ৯৪ হাজার টাকা নিয়াছে । টাকা চাইতে গেলে মেরেফেলার হুমকি দেয়। টাকা ফেরৎ চাইতে পরাপর দুইবার লিগ্যাল নোটিশ দেই। এছাড়া এলাকার বিভিন্ন সহজ-সরল লোকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে চাকরি দেবার কথা বলে।
মোঃ ফিরোজ আলম বলেন, আমাকে এন,টি,আর,সি সনদ ও চাকরি দেবে বলে আমার কাছ থেকে ২০১৪ সালে ২ লক্ষ ৪হাজার টাকা নেয়। দীর্ঘদিন হয়ে গেলোও এনটিআরসি বা চাকরি তো বাদই দিলাম টাকা চাইতে গেলে আমাকে হুমকি-দামকি দেয়। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।
আদমপুরা ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক ও উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ হানিফ এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন আমার বিষয় আমি দেখবো।
চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোসলেম হোসেন বলেন এ রকম বহু ঘটনা মোঃ হানিফের বিরুদ্ধে আছে। এক দুই জন নয় প্রায় ১৬-১৭ জনের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার খবর আছে। আমার কিছুই করার নেই ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ফিরোজ আলোমের একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ