মানবিক ইউএনও কামরুল হাসান প্রতিবন্ধীর বাড়িতে হুইল চেয়ার ও কম্বল পৌঁছে দিলেন
মোহাম্মদ আককাস আলী :
মহাদেবপুরে মানবিক ইউএনও কামরুল হাসান সোহাগ প্রতিবন্ধীর বাড়িতে হুইল চেয়ার ও কম্বল পৌঁছে দিয়ে সবার দৃষ্টি কেড়ে নিলেন। তিনি জানান, রামকৃষ্ণ সরকারের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিন লক্ষীপুর পূর্বপাড়া গ্রামের নগেন্দ্রনাথ সরকারের পুত্র রামকৃষ্ণ সরকারের বাড়িতে একটি কম্বল ও হুইল চেয়ার পৌঁছে দেয়া হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো.রোকনুজ্জামান মন্ডল। প্রতিবন্ধী রামকৃষ্ণ সরকার জানান,আমার বাড়িতে এসে কম্বল ও হুইল চেয়ার পৌঁছে দেওয়াই ইউএনও মো.কামরুল হাসান সোহাগ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানায়।