রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ইফতার
রাজশাহী ব্যুরোঃ পবিত্র মাহে রমজানে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের পক্ষ থেকে ইফতার করেছে সাবেক ছত্রলীগ নেতা করমীরা।
২২ মার্চ (শুক্রবার) বিকালে নগরীর ঘোষপাড়া মোড়স্থ রকি কুমার ঘোষের দলীয় কার্যালয়ে এই ইফতারের আয়োজন করা হয়। এসময় মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মীরা উপস্থিত হয়ে আয়োজনকে প্রণবন্ত করে।
উল্লেখ্য, প্রতি বছর পবিত্র মাহে রমজান উপরক্ষে রকি কুমার ঘোষের নানা কর্মসূচি থাকে। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। তবে সিয়াম পালনের এই মাসে বহু মুসল্লিকে তিনি দান করে থাকেন।