বোয়ালমারীতে দুর্বৃত্তদের খপ্পরে পড়ে প্রবাসী স্ত্রীর স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বিশেষ কেমিক্যাল প্রয়োগ করে প্রবাসী স্ত্রীর স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় স্কোপোলামিন ড্রাগ প্রয়োগ করে লাভলী বেগম নামে ওই গৃহবধুকে অজ্ঞান করে তাঁর স্বর্ণালংকারসহ নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তের দল।
গত সোমবার দুপুরের দিকে বোয়ালমারী পৌরসদরের ষ্টেশন রোডের ‘যমুনা স্টোরের‘ সামনে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে।
গৃহবধূ লাভলী বেগম সৌদি প্রবাসী মো. লায়েব আলীর স্ত্রী। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামে মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করেন।
ভুক্তভোগী গৃহবধু অজ্ঞান হয়ে পড়ায় তার মেয়ে জানান, ভ্যানযোগে বাসা থেকে চাল-ডালসহ বাজার করতে আমিও মার সাথে বের হই। পৌর বাজারের যমুনা স্টোরের সামনে গেলে একজন পুরুষ ও মহিলা মার কাছে এসে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরেই দুর্বৃত্ত মহিলা মাকে হাত ধরে বলে আপনি অসুস্থ। আপনাকে হাসপাতালে নিতে হবে। পরে আমার মা অজ্ঞান হয়ে পড়ে। হেঁটে হেঁটে বাসায় যাওয়ার পর মাকে আনমনা, অন্যমনস্ক ও অস্বাভাবিক ভাব দেখে জিজ্ঞাসা করি কি হয়েছে তোমার? মা চিৎকার করে সব নিয়ে গেছে বলে কেঁদে ওঠে। এ সময় মা বলেন, হাতে থাকা ১৪ আনা ওজনের স্বর্ণের রুলি, গলার স্বর্ণের চেইন, কানের দুল ও মোবাইল ফোনসহ নগদ ১ হাজার ৫০০ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এমন অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 









