ফরিদ আহমেদঃ কুষ্টিয়ায় মোটরসাইকেলে অভিনব কায়দায় মাদক বহনকালে র্যাবের হাতে ৮৮ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক
আটককৃত ব্যাক্তি হচ্ছে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের -মোঃ জালাল উদ্দিন এর ছেলে মোঃ জামিদুল ইসলাম (২৪),
র্যাবের প্রেসনোটে জানানো হয়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ৩০ আগষ্ট সকাল ০৬:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন গাছিয়া দৌলতপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ জামিদুল ইসলামকে ৮৮ বোতল ফেন্সিডিল, একটি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।