1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
অতিরিক্ত টোল আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে চালকদের বিক্ষোভ - dailynewsbangla
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলে শীতকালীন সবজির ভালো ফলনে চাষিদের মনে স্বস্তি পেলেও দরপতনে হতাশায়  ভেড়ামারায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত দশমিনায় শহীদ জিয়া টি-20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন ভেড়ামারায় তারুণ্য উৎসব উপলক্ষে ক্রিকেট খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণী বঞ্চিত বগুড়ার বিমানবন্দর শীঘ্রই আলোর মুখ দেখছে  বগুড়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ আত্রাই নদীতে খননযন্ত্র ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন  লালপুরে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি তেল ব্যবসায়ীর উপর হামলা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা

অতিরিক্ত টোল আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে চালকদের বিক্ষোভ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

অতিরিক্ত টোল আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে চালকদের বিক্ষোভ

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিবহন চালকরা যানবাহন বন্ধ রেখে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল  রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যানবাহন চলাচল বন্ধ রেখে উপজেলার পরিবহন চালকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়ক অবরোধের কারণে শহরে যানজট সৃষ্টির পাশাপাশি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সংবাদ পেয়ে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে টোল আদায় বন্ধ করায় দেড় ঘন্টা পর শহর থেকে সকল সড়কে যানবাহন চলাচলা শুরু করেছে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফি বাবদ সিএনজি, ভুটভুটি, ব্যাটারি চালিত অটোরিক্সা-ভ্যান ১০ টাকা করে ও হিউম্যান হলার, ট্রাক্টর, বাস ২০টাকা করে এবং ট্রাক ৫০ টাকা ও মালামাল লোড আনলোডের জন্য ৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। যানবাহনের ধরন অনুযায়ী ফি নির্ধারণ করে ২০২৩-২০২৪ অর্থবছরে পৌরসভা থেকে ৫জনের নামে প্রায় ২৩ লাখ টাকা ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছে। ইজারাদাররা ১ জুলাই থেকে পৌর এলাকায় যানবাহন থেকে প্রবেশ ফি আদায় করেছে। কিন্ত সরকার পতনের দিন থেকে পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফি আদায় বন্ধ রয়েছে। ফলে পৌরসভা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমিন বিধিমোতাবেক ১ সেপ্টেম্বর থেকে ফি আদায়ের ব্যবস্থা গ্রহন করেন। পৌর এলাকায় মাইকে প্রচারসহ স্ট্যান্ডগুলোতে ফি আদায়ের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্ত সংশ্লিষ্ট ইজারাদাররা চালকদের কাছ থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়ের প্রস্তাব দেয়। এ সময় চালকরা ক্ষুব্ধ হয়ে এসব কর্মসূচি পালন করে।
ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমিন বলেন, বিধিমোতাবেক পৌরসভার রাজস্ব আয়ের জন্য যানবাহন থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করার কোন সুযোগ নেই। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ