1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের  ব্রিজটির বেহাল অবস্থা  - dailynewsbangla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো 

দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের  ব্রিজটির বেহাল অবস্থা 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের  ব্রিজটির বেহাল অবস্থা 

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া ভায়া দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়া উপজেলার  জিয়ানগরে বড়িয়া খাড়ীর উপর নির্মিত বেইলি ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক এই ব্রিজের উপড় দিয়েই প্রতিদিন যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে জিয়ানগর ইউনিয়নটি অবস্থিত। আজ মঙ্গলবার  (৩ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা গেছে বগুড়া ভায়া দুপচাঁচিয়া আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের উত্তরে বড়িয়া নামক স্থানের খাড়ির উপড় নির্মিত ব্রিজটির অবস্থা করুন। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশ স্বাধীনতার অনেক আগেই ব্রিজটি নির্মাণ হলেও দীর্ঘ্যদিন কোন সংস্কারই করা হয় নাই। ব্রিজটির দুই পাশের রেলিং সম্পূর্ণ ভাঙ্গা। রেলিং এর রডগুলোও কে বা কারা কেটে চুরি করে নিয়ে গেছে। ফলে ব্রিজটির দুই পাশের রেলিং এর কোন চিহ্ন নেই বললেই চলে। প্রায় ৫০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থ রেলিং বিহীন ঝুঁকিপূর্ণ এই ব্রিজের উপড় দিয়ে যাত্রীবাহি বাস, সিএনজি, মালবোঝাই ট্রাকসহ যে কোন যানবাহন যাতায়াতের সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসসহ যে কোন যানবাহনকে পাশকেটে যাওয়ার সময় যাত্রীরা প্রান হাতে নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সড়কটির অভিভাবক সড়ক ও জনপথ বিভাগ। অথচ বগুড়া জেলা সড়ক ও জনপথ বিভাগ বিপজ্জনক এই ব্রিজের দু’পাশে কোথাও কোন সতর্কীকরণ সাইন বোর্ড ঝুলিয়ে কিংবা কোন লাল পতাকা উড়ে সাবধান করার মত প্রয়োজনও মনে করেনি। জরাজীর্ণ এই ব্রিজের উপর দিয়েই অনেকটা ঝুঁকি নিয়েই প্রতিদিন যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন যাতায়াত করছে। এ বিষয়ে জিয়ানগর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান দীর্ঘদিন যাবত এই সড়কের ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় মাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন যান্ত্রিক যানবাহন এই খাড়ির মধ্যে পড়ে গিয়ে দূঘর্টনার শিকারও হচ্ছে। ব্রিজটির দুই পাশে দ্রুত রেলিং নির্মাণ কিংবা উক্ত স্থানে নতুন ব্রিজ নির্মাণের জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে  বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বগুড়া ভায়া দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে জিয়ানগর ইউনিয়ন পরিষদের উত্তর পাশের বড়িয়া খাড়ির উপর ব্রিজটির দু’পাশের রেলিং না থাকায় তা ঝুঁকিপূর্ণ হিসেবে চি‎হ্নিত করা হয়েছে। ব্রিজটির গুরুত্ব বিবেচনা করে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে উক্ত স্থানে নতুন ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ব্রিজটি নির্মাণের ঠিকাদার নির্বাচনের প্রক্রিয়াধীন রয়েছে। ঠিকাদার নির্বাচিত হলেই দ্রুত ওই স্থানে নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ