দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে পুকুরে গোসল করতে নেমে তামিম (১২) ও আশিক (১১) নামে ওই দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা একই গ্রামের রকিবুল ইসলাম ও আকছেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তামিম ও আশিক বাড়ির পাশর্^বর্তী পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে গেলে সাঁতার না জানার কারনে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে দৌলতপুর থানার এস আই আশরাফ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
দুই শিশুর মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।