1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বগুড়ায় সড়কের পাশের ড্রেনের বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা - dailynewsbangla
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দশমিনায় শহীদ জিয়া টি-20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন ভেড়ামারায় তারুণ্য উৎসব উপলক্ষে ক্রিকেট খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণী বঞ্চিত বগুড়ার বিমানবন্দর শীঘ্রই আলোর মুখ দেখছে  বগুড়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ আত্রাই নদীতে খননযন্ত্র ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন  লালপুরে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি তেল ব্যবসায়ীর উপর হামলা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা দশমিনায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজনের মৃত্যু ভেড়ামারায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রান্তিক  কর্মশালা অনুষ্ঠিত।

বগুড়ায় সড়কের পাশের ড্রেনের বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ায় সড়কের পাশের ড্রেনের বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার রেলঘুমটির পাশের সড়কটির দু’ধারে পানি নিষ্কাশনের ড্রেনের বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই ড্রেন পানিতে ডুবে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে যানবাহনসহ সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে চৌমুহনী-কুন্দুগ্রাম ভায়া আলতাফনগর সড়কটি উল্লেখ যোগ্য। এই সড়কের আলতাফনগর রেলঘুমটি থেকে দক্ষিণ দিকে সরকারি শহীদ এম.মনছুর আলী ডিগ্রি কলেজ গেট পর্যন্ত সড়কের দু’ধারে পানি নিষ্কাশনের জন্য প্রায় ৮শ’ মিটার দৈর্ঘ্য ড্রেন রয়েছে। দীর্ঘদিন যাবত ড্রেনটি সংষ্কার না করায় বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। অনেক স্থানে ড্রেনের দু’ধারের দেয়াল ভেঙ্গে ড্রেনটির পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। পানিতে আবর্জনা জমে দুগন্ধের সৃষ্টি করছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানিগুলো রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন যানবাহন ও স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সাধারন মানুষ এর মধ্যে দিয়েই যাতায়াত করছে। সাবেক মেম্বার আজাহার আলী স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান ফজলু, জাহাঙ্গীর আলমসহ অনেকেই জানান, আলতাফনগর এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়েই দুপচাঁচিয়া ও আদমদীঘি দুটি উপজেলার মানুষ চলাচল করে থাকে। আলতাফনগর রেলঘুমটি থেকে সড়কটির দক্ষিন দিকে পানি নিষ্কাশনের ড্রেনের অবস্থা করুণ। সামান্য বৃষ্টিতেই ড্রেনের পানি রাস্তা দিয়ে প্রবাহিত হওয়ায় এতে পায়ে হেটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জানান, চৌমুহনী আলতাফনগর ভায়া কুন্দুগ্রাম সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। সড়কটির আলতাফনগর বাজারের রেলঘুমটি থেকে দক্ষিণ দিকে কলেজ গেট পর্যন্ত দু’ধারের ড্রেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নির্মাণ করা হয়েছিলো। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষনের অভাবে ড্রেনটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। ড্রেনটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করবেন বলেও জানান। এ বিষয়ে
 উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন জানান আলতাফনগর বাজারের রেলঘুমটি থেকে সড়কের দু’ধারে পানি নিষ্কাশনের ড্রেনটি উপজেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছিলো। ড্রেনটি রক্ষণাবেক্ষনের জন্য বাজার কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়। বাজার কমিটি দায়িত্ব পালনে ব্যার্থতার কারণে ড্রেনটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গেলেও তা সংস্কার করা হয়নি। ড্রেনটি পরিস্কারসহ পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনে সংস্কারের উদ্যোগও নিবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ