1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
গ্রামবাসীর গনপিটুনিতে এক গরু চোর নিহত - dailynewsbangla
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় পিকআপের চাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু নেচে গেয়ে পালিত হলো মহাদেবপুরে আদিবাসীদের কারাম উৎসব বগুড়ায় “ল” ইয়ার্স কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় শেষ মুহুর্তের প্রস্তুতি: রঙ-তুলির আঁচড়ে রঙিন হচ্ছে প্রতিমা বগুড়া নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা  সোনাতলায় ব্রিজের এ্যাপ্রোচে মাটি ধস ঝুঁকি নিয়ে চলছে যানবাহন নবাগত ইউএনও আরিফুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মানবিক ও দক্ষ নেতৃত্বে কাহালুর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন ইউএনও মেরিনা আফরোজ ত্রিশালে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়েছে কিশোর গ্যাং চক্র জেলা গোয়েন্দা পুলিশের  মাদকবিরোধী অভিযানে একজন  গ্রেফতার

গ্রামবাসীর গনপিটুনিতে এক গরু চোর নিহত

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

গ্রামবাসীর গনপিটুনিতে এক গরু চোর নিহত

(বগুড়া) প্রতিনিধি :   বগুড়া শেরপুর উপজেলার  গরু চুরি করতে এসে গ্রামবাসীর গনপিটুনিতে আছির প্রামানিক (৪০) নামের এক গরুচোর নিহত হয়েছে। এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপটি আগুনে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছির উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে। পুলিশ জানান  নিহতের মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউল রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বিষয় টি নিশ্চিত করেছেন  অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভূট্টাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছিল। গত ৩ দিন আগে শালফা গ্রামে পল্লী চিকিৎসক মকবুলের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়েছে। তার দুই দিন আগে ঐ গ্রামে চোর চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ কারনে গ্রামবাসী রাতজেগে পাহারা দিচ্ছিল।গতকাল মঙ্গলবার দিবাগত  রাতে আনুমানিক  সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিনপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে ধান ক্ষেতের মধ্য দিয়ে পাশে এম কে বি ইটভাটার পার্শে রাস্তায় নিয়ে যায়। সেখানে চোরদের রাখা পিকআপে গরু তুলতে গেলে এলাকাবাসি দেখে ফেলে। গ্রামবাসীর মধ্যে গরু চুরির খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী চোরকে ধাওয়া করে। চুরি করতে আসা ৪ জন চোরের মধ্যে ৩জন পালিয়ে গেলেও  পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে আটক করে স্থানীয়রা তাকে গনপিটুনি দিলে সে মারা যায়। স্থানীয়রা আরোও জানান, প্রায়ই শুবলীসহ আশেপাশের গ্রামে গরু চুরি সংগঠিত হচ্ছে, স্থানীয় বাসিন্দারা জানান, গরু তাদেও শেষ সম্বল, গরু চুরি হলে আমরা নি:শস্ব হয়ে যাবো। যার  কারনে আমারা গ্রামবাসীরা পালা করে রাতজেগে পাহারা দেই। গত রাতে চুরি করতে এসে চোর ধরা পড়ে এবং গনপিটুনিতে মারা যায়। গরুর মালিক রেশমা খাতুন জানান, আমি জানতে পারলাম গরু সহ এলাকাবাসী চোর ধরেছে। খবর শুনে আমি গোয়াল ঘরে গিয়ে দেখতে পাই আমার গোয়ালঘরের তালা ভাঙ্গা আমার গরু নেই। আমার স্বামী পেশায়  ট্রাক চালক।  সে সুবাদে  বাড়িতে না থাকায় আমি নিজে মধ্যপাড়া গিয়ে দেখি চুরি যাওয়া গরুটি আমার। তখন আমি গরুটি নিয়ে আসি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন আরো জানান, গনপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগে গরু চুরির মামলা আছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ