মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন
মোহাম্মদ আককাস আলী : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর একটায় শহরের মুক্তির মোড়ে প্রায় ২ ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন, কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদ ফেরদৌস, আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর টিপু সুলতান, আলমাস হোসেন চৌধুরী, জিলা স্কুলের শিক্ষক এস এম জিল্লুর রহমান, জুলফিকার আলীসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে পদায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আবেদনকৃত সিনিয়র শিক্ষকদের দ্রুত পদায়ন, আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন, এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে পদসোপান বাস্তবায়ন ও শিক্ষায় প্রকল্প কর্মকর্তাদের আদালতের রায় অনুযায়ী কোনোক্রমেই রাজস্ব খাতে স্থানান্তর করা যাবে না।