নেচে গেয়ে পালিত হলো মহাদেবপুরে আদিবাসীদের কারাম উৎসব
মোহাম্মদ আককাস আলী : নেচে-গেয়ে পালিত হলো মহাদেবপুরে আদিবাসীদের কারাম উৎসব। সমতলের আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম। প্রাচীনকাল থেকে এভাবেই কারাম উৎসব পালন করে আসছে সমতলে বসবাসরত আদিবাসীরা। উপলক্ষে বুধবার নাটশাল মাঠে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের সহযোগিতায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক প্রতিযোগীতা,
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকেল ৩ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয়
সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত
সভাপতি বাবুল রবিদাস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির আহবায়ক আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, মহাদেবপুর উপজেলা শাখার সভানেত্রী নীতি রানী, ডাসকো ফাউন্ডেশনের সিডিও জয়ব্রত বর্মন প্রমুখ। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায়
অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।