হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২২৫ তম শাখার উদ্বোধন হয়। গতকাল রবিবার ২২শে সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা বাজারস্থ ভেড়ামারা-দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী ২২৫তম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে আবু সাইদ মো : আব্দুল মান্নাফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, খুলনা জোন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরমান আর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, আল-আরাফাহ ইসলামী ব্যাংক,পিএলসি।তিনি বলেন সুধ মুক্ত ও আধুনিক সঠিক শরিয়াহ ভিত্তিক সেবা প্রদান এবং উপজেলার সাধারণ মানুষের জন্য ব্যাংকিং খাতে নানা ধরনের ভোগান্তি লাঘব ও এই ব্যাংককে সকল শ্রেনী পেশার মানুষের সেবা প্রদানের লক্ষ্যে এই শাখার উদ্বোধন করা হয় বলে জানান। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইন্জি. মো: হাবিবুল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নুরুল আমিন জসীম অধ্যাপক, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা আমিরুল ইসলাম মান্নান, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, সহ সাংবাদিক ব্যবসায়িক, সুশীল সমাজ ছাড়াও উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।