হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় রেলবাজারে অস্হিত পাবনা সুইটের মালিক শ্রী শ্যামল চৌধুরী উপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ২৮-০৯-২৪ ইং তারিখ রাত আনমানিক ১০:৩০ টার দিকে ১২-থেকে ১৪ জন অপরিচিত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানের ভেতর প্রবেশ করে পাবনা সুইটের মালিক শ্রী শ্যামল চৌধুরী কে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে শ্যামল আত্ম রক্ষার্থে দোকানের ভেতর থেকে দৌড় দিলে সেখান থেকে ধরে নিয়ে আবার বেধড়ক মারধর করে। এই সময় শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ শুরু হলে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে মিষ্টির দোকানের কর্মচারীরা উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ইমার্জেন্সি ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হাওয়ায় আজ রবিবার ২৯-০৯-২৪ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আমরা সংবাদ শুনে রাত্রে ঘটনাস্থলে গিয়েছি। এখনো কোন লিখিত অভিযোগ পাই নাই।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুতর আহত শ্যামল চৌধুরী ছেলে সনজিৎ চৌধুরী জানান, আমার বাবার চিকিৎসা নিয়ে আমরা ব্যাস্ত আছি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি। ভেড়ামারাতে এসে থানাতে আমি লিখিত অভিযোগ দায়ের করবো।