হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরিব অসহায় শীতার্ত মানুষের মধ্যে প্রায় ৮ শত পিচ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ।
জানা গেছে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার উপজেলার পরিষদ হল রুমে অসহায় গরিব মানুষের মধ্যে ৮ শত পিচ শীতবস্ত্র( কম্বল) বিনামূল্যে বিতরণ করা হয় । অসহায় গরিব ছিন্নমূল শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম । উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, পৌরসভা ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ, সহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শীত বস্তু (কম্বল) নিতে আসা ছিন্নমল অসহায় মানুষের মধ্যে ছকেলা ও হামিদ জানান আমরা বিগত ১৩ বছর চেয়ারম্যান মেম্বারদের কাছে ঘুরে ঘুরেও একটা কম্বল পাই নাই। আর স্যার আমাদের উপজেলায় ডেকে এনে কম্বল দিলো এতে আমরা খুব খুশি।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন আজকে গরিব অসহায় ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়েছে আগামীতে আরো দেওয়া হবে।