কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া ভেড়ামারা পৌর সভায় অনুমোদনহীন ভাবে ৪ তলা ভবন নির্মান নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পৌর সভার কর্মকর্তারা। পৌর শহরে অপরিকল্পিত ভাবে অনুমোদন ছাড়া ভবন নির্মাণের গত ২৬ জানুয়ারী ভবন মালিক মাহামুদা খানমসহ তার পরিবারের সদস্যদেরকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। প্রাপ্ত নোটিশ সুত্রে জানা যায়, পৌরসভায় আবাসিক/বানিজ্যিক ভবন নির্মানের প্ল্যান ভেড়ামারা পৌরসভা হতে পাশ করে নাই। নির্মাণ কাজের অনুমোদন ব্যতি রেখেই নিজ হতে আইন অমান্য করে ৪ তলা আবাসিক ভবন নির্মাণ করেছে। যেটা সম্পূর্ণ ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এবং স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ এর আইন পরিপন্থী। মাঠ পর্যায়ে তদন্ত করে দেখা যায় যে, এই ভবন কোন পরিকল্পিত ভাবে নির্মাণ করা হয়নি। এমতো অবস্থায় ভবন মালিককে ভবন এর সকল কাগজপত্রাদি ভেড়ামারা পৌরসভার প্রকৌশল শাখায় জমা প্রদান করার নির্দেশ প্রদান করেছে এবং একই সাথে অনুমোদন বিহীন নির্মাণ কাজ কেন করা হয়েছে এই মর্মে ব্যাখ্যা প্রদান করার জন্য স্বশরীরে ভেড়ামারা পৌরসভাতে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। ভবন মালিক গত ০৩/০২/২০২৫ ইং তারিখে ভবন নির্মাণের তথ্য প্রদানের সময় বৃদ্ধির জন্য ভেড়ামারা পৌরসভাতে আবেদনপত্র দাখিল করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষ আগামী ০৫/০৩/২০২৫ ইং পর্যন্ত মোট ১০ (দশ) দিনের সময় প্রদান করেছে। সেই সাথে পত্রে উল্লিখিত সমযের মধ্যে উক্ত ভবন এর সকল কাগজপত্রাদি ভেড়ামারা পৌরসভার প্রকৌশল শাখায় জমা প্রদান করার নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অমান্য করিলে স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯ এবং ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।