হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়া ভেড়ামারাতে জাতীয় স্থানীয় সরকার ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং ১ম বারের মতো শহীদ সেনা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারী বিকাল ০৩:৩০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে শহীদ সেনা দিবস ২০২৫ উপলক্ষে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলি, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, ভেড়ামারা পৌরসভার ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার সহ সাংবাদিকবৃন্দ।