হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের এক পুলিশ সদস্য গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া মিরপুর উপজেলার কাতলামারী পশ্চিমপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রকিবুল হাসান (২৫) নামের এক পুলিশ কনস্টেবল তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ কনস্টেবল রকিবুল হাসানের বাবা জানান, ছেলে প্রায় দুই মাস হলো ছুটিতে এসেছেন। আমি আর্থিকভাবে কিছু সমস্যায় ছিলাম। বেশ কিছু মানুষ আমার কাছে টাকা পাবে। আমার ছেলে সবই জানতো। পাওনাদাররা বিভিন্ন সময় টাকার জন্য আমাকে চাপ দিত। মাঝে মাঝে আমার ছেলেকে ফোনে বলতো তাদের টাকা দেয়ার জন্য। এছাড়া আমার বাড়িতে কোনো সমস্যা ছিল না। আজ সকালেও পাওনাদাররা আমার ছেলেকে ফোন করে টাকা দেয়ার কথা বলে। হয়তো এসব কথা ভেবে আমার ছেলে মানসিক চাপে আত্মহত্যা করতে পারে। নিহত পুলিশ কনস্টেবল রকিবুল হাসান চার বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। মিরপুর থানা অফিসার ইনচার্জ মো. মোমিনুল ইসলাম জানান, ধার-দেনার কথা ভেবে মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।