হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে প্রস্তিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬শে ফেব্রুয়ারি দুপুর ১২ টায় ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, মাহে রমজান মাস মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্রতম একটি মাস। এই মাসে পবিত্রতা রক্ষার পাশাপাশি আমাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সঠিক রাখার দিকেও নজর দিতে হবে। নজরদারির অংশ হিসেবে আমরা বাজার মনিটরিং করব। এ সময় তিনি বাজারের সক্রিয় সমিতিগুলোকে দ্রব্যমূল্যর স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন, সরকার খেজুরের উপরে আমদানি ভর্তুকি দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এবার বেশি দামে খেজুর দোকান দাররা বিক্রয় করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোন ব্যবসায়ী যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেন, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। তিনি ব্যবসায়ীদেরকে খাবারে রং মেশানো, পোড়া তেলের ব্যবহার ও অতিরিক্ত বেকিং সোডা ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেন। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কলেজ বাজারের সভাপতি আব্দুর রশিদ, রেল বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক শামীম রেজা ও সাংবাদিকবৃন্দ।