রমজানকে ঘিরে সপ্তাহের ব্যবধানে লেবু ও বেগুনের দাম বেড়েছে তিনগুণ
মোহাম্মদ আককাস আলী :
রমজানকে ঘিরে সপ্তাহের ব্যবধানে লেবু ও বেগুনের দাম বেড়ে তিনগুণ। দুই দিন আগে প্রতি পিস লেবুর দাম ছিলো ৫টাকা। প্রথম রমজানেই সেই লেবুর দাম বেড়ে হয়েছে ১৫/২০টাকা। বেগুনের কেজি ছিলো ১০ থেকে ১৫ টাকা। এখন সেই বেগুন কিনতে হচ্ছে ৫০/৬০টাকা। বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকলেও প্রতিটি জিনিসের দাম কেন বৃদ্ধি হল এ’প্রশ্ন ক্রেতাদের। আক্ষেপের সুরে তারা বলেন, চোর শোনে না ধর্মের কাহিনী। বিশ্বের প্রতিটি দেশে রমজান আসার আগেই দাম কমে যায় আর সোনার বাংলায় রমজানকে ঘিরে প্রতিটি পুণ্যের দাম বেড়ে যায় দুই থেকে তিন গুণ। এই রমজানকে ঘিরে মজুদদার কালোবাজারী সক্রিয় হয়ে ওঠে। লোক দেখানো ভ্রাম্যমাণ বৃদ্ধি করে প্রশাসন। তারপরও থেমে থাকে না কালোবাজারি মজুদদারদের তাণ্ডব।
বাজার করতে আসা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা জানান, ৫ টাকা পিস লেবু এখন কিনতে হচ্ছে ১৫ টাকায়,১০ টাকা কেজির বেগুন এখন কিনতে হচ্ছে ৬০ টাকায়। সরিষার তেলের দাম কমলেও বেড়েছে সোয়াবিনের তেল। মাছ,মুরগীর দাম বেড়েছে দ্বিগুণ। খেজুরের দামও কমেনি এতটুকু। আর কতদিন দেখতে হবে প্রশাসনের লোক দেখানো ন্যায্য মূল্যের দোকান।
কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার জানান, এবার রমজানে কৃষিপণ্যের মধ্যে লেবু ও ভোজ্য তেল ছাড়া সবগুলোই এখন পর্যন্ত স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। ১০ টাকা থেকে সাড়ে ১২ টাকা পিস দরে লেবু বিক্রির বিষয়টি আমাদের স্বাভাবিক মনে হয়নি। ইতোমধ্যে বাজার পরিস্থিতি জেলা প্রশাসককে অবগত করেছি।