সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলাতে দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাসেলের উপর অতর্কিত হামলা করেন মাদক ব্যবসায়ী আমির হোসেন( ৫৫) পিতা দনু মিয়া ও তার ভাই ইসমাইল।
আজ ২০/০৩/২০২৫ সন্ধ্যায় মাদক সেবী কিশোর গ্যাং এর সদস্য শরিফ (১৮) এর সাথে কথা কাটাকাটি হয় এর পর মেহেদী হাসান রাসেল নিজ প্রয়োজনে লক্ষীপুর আসলে শরীফ কিশোর গ্যাং এর সদস্য নিয়ে সাংবাদিক রাসেলের বাড়ীর পাশে মহরা দেয় এই খবর পেয়ে সাংবাদিক রাসেল থানায় বিষয় টি জানান এবং নিজ বাড়ীতে সন্ধ্যা ৮.৩০ গেলে অন্ধকারে মাদক ব্যবসায়ী আমির তার ভাই ইসমাইল শরীফ সহ আরো অজ্ঞাত আরো ৮-১০ জন অতর্কিত হামলা করে। হাৃলায় গুরুতর ভাবে আহত হয় এবং এটা দেখে রাশেদ, তুহিন ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক রাসেল কে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগে ভর্তি করা হয় এবং দায়িত্বরত চিকিৎসক রোগীকে ভর্তি দেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, হামলা বিষয়ে শুনেছি লিখিত অভিযোগ দিয়েছে বিষয়টি সুস্থ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।