হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ২৩ মার্চ রবিবার এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন কর্তৃক সাঁড়াশি অভিযানে বাহিরচর ইউনিয়নের পশ্চিম বাহিরচরে পদ্মা নদী তীরবর্তী চর থেকে অবৈধভাবে ফিলিং বালি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ১। মোঃ পলাশ, ২। কনক আহমেদ এবং ৩। রবিউল ইসলামকে ৫০,০০০/- করে মোট ১,৫০,০০০/- জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এবং ভেড়ামারা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।