শ্রী শুকদেভ লাল শুভ কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির( এডহক) সভাপতি হলেন মুন্সি পরিবারের মরহুম আব্দুল মতিন মুন্সি এবং মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সোহরাব হোসেন নিলু মুন্সির ভাতিজি ও হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন ফয়সালের চাচাত বোন অধ্যাপিকা রাশিদা আক্তার।
২৩ মার্চ ২০২৫ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা গ্রামের সম্ভ্রান্ত মুন্সি পরিবারে জন্ম নেয়া রাশিদা আক্তার ১৯৯৩ সালে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (প্রথম বিভাগ), ১৯৯৫ সালে নারায়নগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি (প্রথম বিভাগ), ১৯৯৯ সালে ইডেন কলেজ থেকে বিএসসি সম্মান (দ্বিতীয় শ্রেণি) এবং ২০০১ সালে ইডেন কলেজ থেকেই এমএসসি (দ্বিতীয় শ্রেণি) সম্পন্ন করেন। তিনি বর্তমানে দাউদকান্দি উপজেলার পিপইয়াকান্দি আলিম মাদ্রাসা’র সহকারী অধ্যাপক (গণিত) হিসেবে কর্মরত আছেন। তার স্বামী মোহাম্মদ নজরুল ইসলাম হোমনা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মোহাম্মদ আবুল কাশেম মুন্সি এবং আমেনা বেগম দম্পতির ৮(আট) সন্তানের মধ্যে রাশিদা আক্তার চতুর্থ। তার বড় ভাই মুন্সী বাদল জার্মান প্রবাসী, মেঝো ভাই মুন্সী আলমগীর বিশিষ্ট ব্যবসায়ী (সৌদি প্রবাসী), ছোট ভাই মুন্সী জাহাঙ্গীর আলম সুইজারল্যান্ড প্রবাসী। মুন্সী পরিবার দীর্ঘকাল যাবত এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ অন্যান্য পদে অধিষ্ঠিত ছিলেন। এই মুন্সি পরিবার দীর্ঘকাল যাবত অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ অন্যান্য পদে অধিষ্ঠিত ছিলেন। মুন্সি পরিবার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনের জায়গা, চক্ষু হাসপাতাল, কৃষি ইন্সটিটিউট সহ মুন্সিরহাট বাজারের জায়গা দান করেছেন। এ ছাড়াও এ পরিবার এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলেছেন।