নওগাঁয় ২৫ মার্চ, গণহত্যা দিবস পালিত
মোহাম্মদ আককাস আলী :
স্মৃতিচারণের মধ্য দিয়ে নওগাঁয় ২৫ মার্চ, গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন প্রমুখ।
একইভাবে ১১টি উপজেলাতেও গণহত্যা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের নিকট গণহত্যা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বিভিন্ন সরকারের শাসনামলে এই ইতিহাসগুলোকে বিকৃত করে নিজেদের মতো করে তুলে ধরা হয়েছে। যার কারণে আমরা সঠিক ঘটনা কখনোই জানতে পারিনি।
এবার সময় এসেছে দেশের প্রতিটি ঘটনা ও ইতিহাসকে সঠিকভাবে জানার। তাই দেশের প্রতিটি মানুষের কাছে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সংশ্লিষ্টদের ভূমিকা রাখার কোন বিকল্প নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়া সংশ্লিষ্ট প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন