দশমিনা ছাত্রদলের প্রতিবাদ সভা
মো.বেল্লাল, দশমিনা(পটুয়াখালী) পটুয়াখালী পটুয়াখালী দশমিনা উপজেলায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ফিলিস্তিনি জনগনের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গনহত্যা ও মানবতাবিরোধী আগ্রসনের বিরুদ্ধে ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদ করেছে।
বিক্ষোভ মিছিলটি দশমিনা সদর বাজার হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তারা বলেন ফিলিস্তিনি জনগনের উপর সন্ত্রাসী হামলা, গনহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জাতীসংঘের হস্তক্ষেপ কামনা করেন। তারা আরো বলেন এই সন্ত্রাসী হামলা ও গাজায় মুসলমানদের গনহত্যা করীর ইসরাইলের সকল পন্য ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে করা হয়। উপজেলার সকল ব্যবসায়ীদের ইসরাইলি পন্য ক্রয় ও বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।
উপজেলা ছাত্রদলের সভপতি কাজী তানজিল আহম্মেদ রিডেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, আদমপুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা নেছার উদ্দিন, ওলামা দলের সভাপতি মওলানা সিহাব উদ্দিন।
বক্তারা বলেন ইসরাইলি পন্য বিক্রয় বন্ধ সহ সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।