বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে টানা তৃতীয় বার সভাপতি হলেন নবীর হোসেন চুন্নু মিয়া।
বৃহস্পতিবার (২২ মে) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী ভবনের একটি কক্ষে এ ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলাধীন বিভিন্ন সমবায় সমিতির ১২৩ জন সদস্য প্রতিনিধির মধ্যে ১১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. নবীর হোসেন চুন্নু মিয়া ছাতা প্রতীক নিয়ে ৮৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর কবির মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছে ৩২ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায়
সহ-সভাপতি মো. মোশারফ হোসেন ও সদস্য পদে, মো. আবুল হোসেন ছাকেন, আসাদুজ্জামান শেখ, মো. সলেমান শেখ, শফিকুল ইসলাম, মো. তানবির হোসেন, ডাক্তার মো. সুলাইমান মোল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণাকরেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবজাল হোসেন ।
তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২৩ জন, এরমধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।