1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
টালবাহানা  করে লাভ নাই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে - আহসান হাবীব লিংকন - dailynewsbangla
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ঘোড়াঘাটে পাশের ঘরে বরকে রেখে নববধূর আত্মহত্যা দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু  এসএসসি ২০২৬: শিক্ষার মান উন্নয়নে বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ করছেন ইউএনও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ অসুস্থ, সবার দোয়া কামনা অগ্রণী ব্যাংকের জমি নিলামে প্রতারণা, সাংবাদিকের কাজে দালাল চক্রের বাধা ও হুমকি দশমিনায় পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু কুষ্টিয়া-২: তৃণমূলের আস্থার প্রতীক অধ্যাপক শহিদুল ইসলাম ঘোড়াঘাটে বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ গোলাপনগরে বিএনপির কর্মী সমাবেশ  অনুষ্ঠিত

টালবাহানা  করে লাভ নাই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে — আহসান হাবীব লিংকন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫

টালবাহানা করে লাভ নাই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে — আহসান হাবীব লিংকন

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) এর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল চারটার সময়  জাতীয় পাটি (কাজী জাফর) মোকারিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গোলাপনগর মুকুল ক্লাব মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন আহসান হাবীব লিংকন মহাসচিব  জাতীয় পার্টি (কাজীজাফর) কুষ্টিয়া -২ ( ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য  ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,

 


তিনি বলেন,আর কোনো ধরণের বিলম্ব গ্রহণযোগ্য নয় — সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই হতে হবে।

তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবেন।তার উদাহরণ গত ৯ মাসে বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান মিডিয়ার সামনে যেভাবে বক্তব্য দিয়েছেন তার শত্রুরাও তার বক্তবের ভুল ধরতে পারে নাই। তার কাছে দলের নেতা কর্মীর চাইতে দেশের জনগণের সম্মান  অনেক উপরে। বিএনপি’র দলের নেতাকর্মীরা  অন্যায় করলে তার চোখদিয়ে পানি পড়লেও দল থেকে বহিষ্কার করতে তার কলম থেমে থাকেনি।
আগামী নির্বাচনে তারেক রহমান কুষ্টিয়া দুই আসনে ধানের শীষ প্রতীক যাকে দিবে আমি আহসান হাবীব লিংকন তার পেছনে হকারের মত কাজ করে যাবে। আমরা ক্ষমতা লোভে রাজনীতি করিনা দেশের  শ্রেষ্ঠ সন্তান তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য রাজনীতি করছি। প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস পৃথিবীর একজন সম্মানীয় ব্যক্তি কিন্তু দেশ পরিচালনায় অযোগ্য ব্যর্থতার পরিচয় দিয়েছেন এ কথা স্বীকার করতে হবে। ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। আপনি নিরপেক্ষভাবে  নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন। জনগণ ভোট দিয়ে নির্ধারিত করবে কে ক্ষমতায় যাবে। ভোট নিয়ে টাল্টু -বাল্টু না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা আমাদের  নেত্রী বেগম খালেদা জিয়ার নামে  অহংকার করে যেভাবে কথা বলেছিল আল্লাহ তার বিচার করেছে। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গেছে এর চাইতে মরা ভালো ছিলো। মানুষ রাজনীতি করে আলিশান গাড়ি, আলিশান বাড়ি ও  জমি করেছে। আর আমি আহসান হাবীব লিংকন বাবার জমি বিক্রয় করে রাজনীতি করে আসছি
আমি লিংকন আপনাদের পাশে ছিলাম এখনো আছি আগামীতেও পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হাফিজ লালু সভাপতি কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি (কাজী জাফর), আজমত হোসেন মনি সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি (কাজী জাফর), এমএ আলম চাঁদ সভাপতি ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর), খন্দকার রেজাউনুর রহমান অঞ্জন সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টী (কাজী জাফর),মোজাম্মেল হক জোয়াদ্দার সভাপতি মিরপুর উপজেলা জাতীয় পার্টি(কাজী জাফর), সাহাবুল ইসলাম সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউল হক জি এম অন্যতম নেতা জাতীয় পার্টি (কাজী জাফর), অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমন বিশ্বাস সাধারণ সম্পাদক ভেড়ামারা পৌর যুব সংহতি জাতীয় পার্টি (কাজী জাফর) এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ