1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার - dailynewsbangla
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫

বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ইমরুল ফকির ও সুজাত ফকির। তারা দুজনই মতলেব ফকিরের পুত্র। রবিবার (২৫ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গভীর রাতে ওই দুই সহোদরের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি চক্র মাদকের বড় চালান মজুত করেছে। তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বড় পরিসরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিল। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের  অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ