1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
নওগাঁয় প্রিন্ট মিডিয়া একাদশ ৪-২ গোলে বিজয়ী - dailynewsbangla
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি’র বাধা বরেন্দ্র অঞ্চলে আউশের ফলনে খুশি হলেও দাম নিয়ে হতাশায় চাষীরা  ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ঘোড়াঘাটে পাশের ঘরে বরকে রেখে নববধূর আত্মহত্যা দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু  এসএসসি ২০২৬: শিক্ষার মান উন্নয়নে বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ করছেন ইউএনও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ অসুস্থ, সবার দোয়া কামনা অগ্রণী ব্যাংকের জমি নিলামে প্রতারণা, সাংবাদিকের কাজে দালাল চক্রের বাধা ও হুমকি দশমিনায় পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় প্রিন্ট মিডিয়া একাদশ ৪-২ গোলে বিজয়ী

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নওগাঁয় প্রিন্ট মিডিয়া একাদশ ৪-২ গোলে বিজয়ী

মোহাম্মদ আককাস আলী :

নওগাঁয় শত মিনিটের মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রিন্ট মিডিয়া একাদশ ইলেক্ট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে হারিয়ে প্রথম পুরস্কার অর্জন করেছে।
বুধবার বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে এই ম্যাচের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
ম্যাচের শুরুতেই প্রিন্ট মিডিয়া একাদশ একের পর আক্রমণ করে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কিছু পরেই এক গোল করে ব্যবধান কমায় ইল্ট্রেনিক একাদশ। খেলা শেষ হওয়ার আগে প্রিন্ট ও ইল্ট্রেনিক একাদশ আরও একটি করে গোল করে প্রতিপক্ষের জালে। শেষ পর্যন্ত ৪-২ গোলের দাপুটে জয় তুলে নেয় প্রিন্ট মিডিয়া একাদশ।
জেলার চারটি সাংবাদিক সংগঠন- নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টাস ইউনিটির যৌথ আয়োজনে এই মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, এই খেলাটি পারস্পরিক সম্পর্ক অটুট রাখতে সাহায্য করবে, ভাতৃত্ববোধ গড়ে উঠবে। আপনাদের দেখে অনেকেই উৎসাহিত হবে এটাই আমি প্রত্যাশা করি। জেলা প্রেসক্লাব মাঝে মাঝে এধরণের খেলার আয়োজন করলে সার্বিকভাবে উপস্থিত থেকে উৎসাহ ও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়েও এ ধরনের খেলার আয়োজন যেন করা যায় সে বিষয়ে আহ্বান জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ