দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ডেকোরেটর, সাউন্ড,লাইট ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আলী রাজিব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে সদস্যদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সভাপতি পদে আজাদ আলী রাজিব ১০৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী রাকিবুল ইসলাম পেয়েছেন ৩০ ভোট, সাধারন সম্পাদক পদে আবুল কালাম আজাদ সর্বোচ্চ ১২৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী ইস্রাফিল হোসেন পেয়েছেন ০৮ ভোট।
নির্বাচন শেষে সমিতির নবনির্বাচিত সভাপতি রাজিব হোসেন বলেন, “ডেকোরেটর,সাউন্ড,লাইট ও ফুল ব্যবসায়ী মালিকদের স্বার্থ রক্ষা ও সেবা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক আজাদ হোসেন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সমিতিকে আরও শক্তিশালী করব।”
নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।