রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও ঈদ উপলক্ষে সরকারি অর্থ সহায়তা প্রদান করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। রবিবার (৯ মে) মেয়র রাফিকা আক্তার জাহান একজন দু:স্থের হাতে অর্থ তুলে দিয়ে ওই কর্মসুচীর উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসুচীর আওতায় সরকারি নগদ অর্থ ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা বরাদ্দ পেয়েছে সৈয়দপুর পৌরসভা। ওই টাকা ১৫ টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ’ ২১ জন অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ৪৫০ টাকা হারে প্রদান করা হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, প্যানেল মেয়র-৩ সাবিয়া সূলতানা, কাউন্সিলর কাজি মনোয়ার হোসেন হায়দার, শাহিন আকতার শাহিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন রুবিনা শাকিল, ইয়াসমিন পারভিন, জাহানারা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইযুব আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।