সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুর কৃষি অফিসারের স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চার মাস ধরে ধর্ষণের অভিযাগ উঠেছে। এ ঘটনায় মোটর চালক ফজর আলীকে স্থানীয় বিএনপি নেতা খোকন ও মনির হাতনাতে আটকের পর এক লক্ষ টাকা দাবি করেন এবং ৪০ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নেন ফজর আলীকে রবিবার রাত ৯টার দিকে ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে আটক ফজর আলী একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেওয়ান বাড়ি গনি দেওয়ানের ছেলে। জোনাকির মা বাবা জানান, মজু চৌধুরী হাটে যাওয়ার পথে বিভিন্ন সময় ফজর আলী প্রেমের প্রস্তাব ও খারাপ ইঙ্গিত করত। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে ফজর আলী উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয় আমরা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। একপর্যায়ে ফজর আলী বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। চার মাস ধরে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। রবিবার রাত ফজর আলী ঘরে ঢোকে। একপর্যায়ে জোরপূর্বক গৃহবধ জোনাকী সঙ্গে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। এর মধ্যেই জরুরি কাজে বিএনপি নেতা খোকন পুনরায় ফের বাসায় আসেন। তখন ঘটনাটি দেখে চিৎকার দিলে ফজর আলী পালিয়ে যায় চেষ্টা করেছে বিএনপি নেতা ইউনুস জানান, গৃহবধ মা- বাবা বাড়ির পাশে কৃষি কাজে ব্যস্ত থাকায় দিনের বেলায় তারা বাড়িতে থাকেন না। এ জন্য বিষয়টি তারা বুঝতে পারেননি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, বিষয়টি দুঃখজনক আমরা শুনেছি যদি ভিকটিম জোনাকী আমাদের সহযোগিতা চাই তাহলে আমার আইনগত ব্যবস্থা নেব।