শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জে কোভিড-১৯ কার্যক্রমে গণটিকা গ্রহণ করেছেন ৪৭১৩৬ জন। একদিনে জেলায় মোট ৪৭ হাজার ১ শত ৩৬ জনকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। জেলায় ৭৮টি ইউনিয়ন এবং ৬টি পৌসভার ৮৪টি কেন্দ্রে একযোগে করোনা প্রতিষেধক গণটিকা প্রদান হয়।
৫০ হাজার ৪শত জনের লক্ষমাত্রার বিপরীতে ৪৭১৩৬ জন সাধারণ মানুষ একদিনে টিকা গ্রহণ করেছেন। শতকরা হারে ৯৩.৩৫%। শনিবার (৭আগস্ট) সকালে গণটিকাদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ হবিগঞ্জ।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল জানান, আজমিরীগঞ্জে ৩হাজার, বাহুবলে ৪হাজার ১ শত ৯৭ জন, লাখাই ৩হাজার ৪শত৯৬ জন, চুনারুঘাটে ৬হাজার ৬ শত ৯৯ জন, মাধবপুরে ৭হাজার৪শত৩০ জন, নবীগঞ্জে ৭হাজার৭শত৯০ জন , সদরে ৫হাজার৬শত৬১ এবং বানিয়াচংয়ে ৮হাজার৮শত৬৩ জনকে টিকা প্রদান করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, গণটিকা কার্যক্রমের প্রথমদিনে ৫০ হাজার ৪০০ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি আমরা নিয়েছিলাম।