সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া , পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা জাতীয় পার্টির আহবায়ক মনির উদ্দিন মনির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, সাপের খেলা এবং কুস্তি খেলা অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনও যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করছে।