এসওএস শিশু পল্লীতে ডিআইজি রাজশাহীর ইফতার
রাজশাহী ব্যুরো: এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী পরিচিত একটি প্রতিষ্ঠান। যারা মূলত পিতামাতা হারিয়েছে বা পিতা মাতা হারানোর ঝুঁকিতে আছে এমন শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে। পিতা মাতা হারানো এসওএস শিশুপল্লীর এসব এতিম অসহায় শিশুদের সাথে ইফতার করেছে রাজশাহী রেঞ্জের ডিআইজি।
শুক্রবার (২১ মার্চ) পবিত্র মাহে রমজানের ২০তম দিনে ডিআইজি রাজশাহীর উদোগ ও রাজশাহী পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাজশাহীর তেরখাদিয়া অবস্থিত এসওএস শিশুপল্লীতে শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসওএস চিলড্রেন্স ভিলেজের পরিচালক মো: আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান (বার), পিএইচডি।
এসময় প্রধান অতিথি বক্তব্যে ডিআইজি শাহজাহান বলেন, পিতামাতা হারানো এমন শিশুদের সাথে ইফতার করতে পেরে আমার ও রাজশাহী পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত। এসব শিশুরা এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল কর্তৃক প্রাপ্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে লেখাপড়া শিখে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। সমাজ ও দেশে ইতিবাচক ভূমিকা রাখবে। এসময় তিনি ছোটদের পুলিশিং কার্যক্রম নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করেন এবং পবিত্র ঈদের পরে বিশ জন শিশু নিয়ে ছোটদের পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণের আয়োজন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো: সারোয়ার জাহান, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান, পিপিএম (কমিশনার-ক্রাইম), পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, দীন মোহাম্মদ (ডিসি, কাশিয়াডাঙ্গা), ফারজানা ইসলাম (এসপি)-সহ রাজশাহী পুলিশ প্রশাসন।
এত সুন্দর ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এসওএস শিশু পল্লীর পরিচালক মো: আতিকুর রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশ প্রশাসন, সরকার ও সুধিজনদের আন্তরিক সহযোগিতায় এসওএস চিলেড্রেন্স ভিলেজ তাদের কার্যক্রমকে আরো বেগবান করবে। পিতা মাতা হারানো শিশুদের জন্য আলোকিত ভবিষ্যত বিনির্মাণ করতে পারবে।
উক্ত আয়োজনে এসওএস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীর সহাকারী পরিচালক মো: নাজমুল হোসেনের সঞ্চালনায় সংস্থাটির সকল উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।