লক্ষ্মীপুরে ময়লার ট্রাকের ধাক্কায় সাংবাদিক সোহেল আহত
সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় সাংবাদিক সোহেল আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে গিয়ে সোহেলের খোঁজখবর নেন
লক্ষীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য আলমগীর হোসেন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের লক্ষ্মীপুর শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ এবং সংগঠনের অর্থ সম্পাদক ও ৭১ বাংলা টিভির রিপোর্টার নাজমুল হোসেন। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সোহেলের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে জানতে চান।
সোহেলের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















