ভেড়ামারায় সাংবাদিকদের সাথে আব্দুল গফুর সাহেবের মতবিনিময় সভা
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর মতবিনিময় করেছেন ভেড়ামারা উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইয়াইয়া ফুড পার্ক এন্ড রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আব্দুল আলীম, সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, সাংবাদিক সাইফুল ইসলাম, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক হিসনা বানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, খোলাকাগজ প্রতিনিধি এস এম আবু ওবাইদা আল মাহদী. প্রমুখ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপৃর্ন নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সু-শাসন নিশ্চিত করার অনেক বড় সুযোগ রয়েছে এই নির্বাচনে। সেই লক্ষ্যে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের যে আবেগ, উচ্ছাস্ব আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে দাঁড়িপাল্লার গনজোয়ার সৃষ্টি হয়েছে।
ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক তারিক আহমেদ’র উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ড. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান প্রমুখ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















