1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রিলিজ হয়েছে কাজী শুভ ও অর্পিতা মন্ডলের তোর হয়ে গেছি - dailynewsbangla
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ইউরেনিয়াম জ্বালানির যুগে বাংলাদেশ নওগাঁয় বর্ষাইল ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত  প্রকল্প বাস্তবায়নে এমপি শাহজাদার ৬০ লক্ষ টাকা বরাদ্দ বোয়ালমারীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত   দশমিনায় আরসিসি ব্রীজের  ভিত্তি প্রস্তর স্থাপন ফরিদপুর-১ ভ্যান ও অটো শ্রমিকদের মাঝে উন্নয়ন প্রচার নাগরপুরে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে উদ্ধত্যপূর্ণ বক্তব‍্যের জন্য আ’লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হক বহিষ্কার, অনুলিপি জেলা ও কেন্দ্রীয় আ’লীগে প্রেরনের সিদ্ধান্ত শৈশব ও বব কাট- সেলিনা আখতার দশমিনায় সড়কের কাজের উদ্ধোাধন বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

রিলিজ হয়েছে কাজী শুভ ও অর্পিতা মন্ডলের তোর হয়ে গেছি

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১

অর্পিতা মন্ডল , একজন সম্ভাবনাময়ী সংগীত শিল্পি এই ঈদে রিলিজ হয়েছে তার প্রথম মৌলিক গান  তোর হয়ে গেছি, প্রথম গানেই তার সাথে সহশিল্পি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পি কাজী শুভ।

প্রসেনজিত মন্ডল এর কথা ও সুরে গানটিতে সংগীত করেছেন এম এম পি রনি, গান প্রসঙ্গে অর্পিতা বলেন, ছোটবেলা থেকে দাদুর হাতে আমার প্রথম সংগীতে হাতে খড়ি। দাদুর ইচ্ছে ছিল আমি যাতে গানে ভালো কিছু করতে পারি আর এখন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার স্বামী।

তার কারণেই আজ আমার পারিবারিক পরিমন্ডলের বাইরে গান করা আমি খুব খুশি যে প্রথম কোনো গানেই কাজী শুভ র মতো কোনো একজন বড় শিল্পির সাথে গান করতে পেরেছি & সাড়া ও পাচ্ছি খুব ভালো, সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে চাই বাংলা গানের জগতে, কাজী শুভ বলেন , অর্পিতা নতুন হিসেবে খুব ভালো গেয়েছে|

তার গায়কীতে মনেই হয়নি যে এটা ওর প্রথম গান | আমি ওর  উত্তরোত্তর সাফল্য কামনা করি গানটির গীতিকার ও সুরকার. প্রসেনজিত মন্ডল বলেন , গানটি একটি সুন্দর রোমান্টিক & মেলোডিয়াস গান | কাজী শুভ ভাই ও নবাগতা অর্পিতার কণ্ঠে গানটি দারুন ম্যাচ করেছে | মোহন ইসলামের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে গানটির রসায়ন দারুণ ভাবে ফুটে উঠেছে|

আমি আমাদের নতুন গান তোর হয়ে গেছি ও অর্পিতার জন্য সকলের কাছে দোয়া প্রাথর্ণা করছি , যাতে বাংলা গানের জগতে অর্পিতা তার নিজের একটি জায়গা করে নিতে পারে। উল্লেখ্য থাকে যে গানটিতে মডেল হয়েছেন বাংলাদেশের মিউজিক ভিডিও যুগের অন্যতম জুটি রাসেল ও শাকিলা পারভীন| গানটি প্রযোজনা করেছে অডিও প্রতিষ্ঠান ডিপি মিউজিক স্টেশন আপনারা গানটি শুনবেন & ভালোলাগা মন্দলাগা কমেন্ট করে জানাবেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ