1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় ব্রিজ নির্মানের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন - dailynewsbangla
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন জেলা প্রশাসক হেলাল মজুমদার কুষ্টিয়া হাজারীবাগের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের ইন্তেকাল বোয়ালমারীতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডিবি পুলিশের বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে নির্বাচনী প্রচারণায় জামায়াতের এমপি প্রার্থী বেলাল উদ্দিন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ওসি সহ মামলা প্রত্যাহারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোড়াঘাটে দম্পতি মিলে ইজিবাইক ছিনতাই গ্রেপ্তার ১ আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে- ডা. এ জেড এম জাহিদ হোসেন  বরেন্দ্র অঞ্চলে অধিক লাভের আশায় ঝুঁকেছে কচু চাষীরা

দশমিনায় ব্রিজ নির্মানের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

মোঃ বেল্লাল হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলার সকাল ১০টায় ১নং রনগোপালদী ইউনিয়নে ৩নং ওয়ার্ডের জগত দাস গ্রামে চলাভাঙ্গা খালের উপর ভাঙ্গ-চুড়া ব্রিজটি নতুন করে নির্মানের দাবিদে ২০ নং রনগোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন করেন।

২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন মিলন বলেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অবহেলায় ভাঙ্গা-চুড়া ব্রিজটি আজও সংস্কার করা হয়নি। ব্রিজটি ভেঙ্গে গিয়ে মরণ ফাঁদে পরিণত হওয়ায় জগত দাস গ্রাম থেকে প্রতিদিন প্রায় এক থেকে দেড়শত শিক্ষার্থী ক্লাশে না আসতে পারায় ব্যহত হচ্ছে লেখাপড়া এবং শাক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

ব্রিজটি দিয়ে যাওয়া আশার জন্য দূর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসীর। ঐ এরাকার সাখাওয়াত হোসেন মৃধা বলেন, দীর্ঘদিন ধরে এ ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে আছে কিন্তু দেখার বুজি কেউ নেই। জীবন ঝুঁকি নিয়ে পাড়াপাড় হতে হয় ছোট বড় ও বৃদ্ধদের। এভাবে ভাঙ্গা ব্রিজটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমল মতি স্কুল-শিক্ষার্থী সহ প্রায় ৩ থেকে ৪ শতাধিক মানুষের।

স্কুল-কলেজ মাদ্রাসা এবং উলানিয়া -রনগোপালদী বাজার যাতের জন্য একমাত্র যাতায়েতের পথ এই ব্রিজটি চলাচলে দূর্ভোগ চরমে। এলাকাবাসী ইলিয়াজ হাওলাদার জানান , প্রতিদিন ভাঙ্গা-চুড়া ব্রিজটি দিয়ে পাড়াপাড় করতে গিয়ে বই-খাতা কলম নিয়ে শিক্ষার্থীরা কাদায়-পানিতে একাকার হতো অনেক সময়, জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় হলেও চরম ভোগান্তির যেন শেষ নেই।

উপজেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত নতুন ব্রিজের দাবী জানাচ্ছি। উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, কবে কখন মানববন্ধন হয়েছে তা আমি জানিনা, ব্রিজ ভেঙ্গেছে তাও জানিনা, তবে অফিসের লোক পাঠিয়ে খোজ খবর নিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ